খুলনায় একই হাসপাতালে ১২ ঘণ্টার ব্যবধানে চার করোনা রোগীর মৃত্যু

খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোভিড-১৯-এ আক্রান্ত চার রোগী মারা গেছেন। এর মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার বেলা ১১টার মধ্যে তাঁরা মারা যান।

করোনা ডেডিকেটেড হাসপাতালের (ডায়াবেটিক হাসপাতাল) ফোকাল পারসন চিকিৎসক শেখ ফরিদ উদ্দিন জানান, কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে গত শনিবার (২০ জুন) করোনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন নেছার উদ্দিন (৫৬)। তাঁর বাড়ি খুলনা নগরের দৌলতপুরের পাবলা এলাকায়। ভর্তি হওয়ার পর ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। আজ সকাল থেকে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

অন্যদিকে, আজ বেলা ১১টার দিকে মারা যান মুহাম্মদ ওমর ফারুক নামের আরেক ব্যক্তি। তাঁর বাড়ি খুলনা সদরের দিলখোলা রোড এলাকায়। তিনিও গত শনিবার করোনা পজিটিভ নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শ্বাসকষ্টের কারণে তাঁকেও আইসিইউতে রাখা হয়েছিল।

এর আগে গতকাল রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাটের ফকিরহাট এলাকার উপেন্দ্রনাথ পাল (৭৫) নামের এক চিকিৎসক এবং আজ সকাল ৬টার দিকে খুলনা নগরের শেখপাড়া এলাকার জালাল উদ্দিন (৭২) নামের এক ব্যক্তি একই হাসপাতালে মারা যান। তাঁরা উভয়ই করোনা পজিটিভ ছিলেন।

খুলনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, আজ বুধবার সকাল পর্যন্ত খুলনা জেলায় কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর সংখ্যা ছিল ১৬। সকালে তিনজন মারা যাওয়ায় ওই সংখ্যা হয়েছে ১৯।