মুন্সিগঞ্জে আরও ২৪ জনের করোনা শনাক্ত

মুন্সিগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা সংক্রমিত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮০। এদিন নতুন করে আর মারা যাননি কেউ। তবে করোনা থেকে সুস্থ ঘোষিত হয়েছেন আরও ৩৩ জন।

আজ বুধবার বিকেলে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) ল্যাবে ২২ জুন পাঠানো নমুনার মধ্যে ১৬৩টি নমুনার রিপোর্ট আসে। সেখানে করোনা ‘পজিটিভ’ ফলাফল এসেছে ২৪ জনের, যা পরীক্ষাকৃত নমুনার ১৪ দশমিক ৭২ শতাংশ। এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন আবুল কালাম আজাদ।

আবুল কালাম আজাদ বলেন, কিছুদিন আগে জেলায় সংগৃহীত নমুনার মধ্যে ৩০ থেকে ৪৪ শতাংশের ওপরে করোনা ‘পজিটিভ’ শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যাও বাড়ছিল। তবে কয়েক দিন ধরে শনাক্তের হার কম হচ্ছে। আজ করোনা পরীক্ষার প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, পরীক্ষাকৃত নমুনার ১৪ দশমিক ৭২ শতাংশের মতো মানুষ করোনায় সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন। এদিন সুস্থ হয়েছেন ৩৩ জন। মৃতও কেউ নেই। এটি একটি ভালো দিক। তবে করোনা পরিস্থিতি কমতে শুরু করেছে, তা এখনই বলা যাবে না। যেকোনো সময় পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে।

আজ নতুন শনাক্ত ২৪ জনের মধ্যে মুন্সিগঞ্জ সদর উপজেলায় রয়েছেন ৭ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৮ জন, সিরাজদিখান উপজেলায় ২ জন ও গজারিয়া উপজেলায় ৭ জন রয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আজ ২৫৬ জনসহ এ পর্যন্ত জেলার মোট ৯ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যে ৮ হাজার ৬৭৪ জনের নমুনার রিপোর্ট পাওয়া গেছে। ফলাফলের অপেক্ষায় রয়েছেন আরও ৫৮৮ জন।

এ পর্যন্ত সদর উপজেলায় ৮০২ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ১৭৬ জন, সিরাজদিখান উপজেলায় ২৯৩ জন, লৌহজং উপজেলায় ২৫৩ জন, শ্রীনগর উপজেলায় ১৭১ জন ও গজারিয়া উপজেলায় ১৮৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলায় করোনায় মারা গেছেন ৪৪ জন। তাঁদের মধ্যে সদর উপজেলায় রয়েছেন ২৩ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৮ জন, সিরাজদিখান উপজেলায় ৬ জন, শ্রীনগর উপজেলায় ২ জন ও লৌহজং উপজেলায় ৫ জন।

অন্যদিকে আজ সদর উপজেলায় ১০ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৩ জন ও লৌহজং উপজেলায় ২০ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মুন্সিগঞ্জে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়াল ৫৫৫। এর মধ্যে সদর উপজেলায় ১৮০ জন, টঙ্গিবাড়ী উপজেলায় ৩৭ জন, সিরাজদিখান উপজেলায় ১২৯ জন, লৌহজং উপজেলায় ৮২ জন, শ্রীনগর উপজেলায় ৬২ জন ও গজারিয়া উপজেলায় ৬৫ জন রয়েছেন।