করোনায় আইনজীবীর মৃত্যু

ইদ্রিসুর রহমান
ইদ্রিসুর রহমান

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইদ্রিসুর রহমান (৬৪) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে আজ বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ইদ্রিসুর রহমানের ছেলে ইমতিয়াজ রহমান প্রথম আলোকে বলেন, ১৮ জুন রাজধানীর গেন্ডারিয়ার আলী আসগর হাসপাতালে ভর্তি হয়ে করোনার চিকিৎসা নিচ্ছিলেন তাঁরা বাবা। চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর চারটার দিকে তিনি মারা যান। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা গ্রামে দুপুর সাড়ে ১২ টার দিকে পারিবারিক করবস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।

আইনজীবী ও মানবাধিকারকর্মী ইদ্রিসুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শোক বার্তায় প্রধান বিচারপতি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আইনজীবীদের তথ্যমতে, হাইকোর্টের অতিরিক্ত ১০ বিচারকের স্থায়ী নিয়োগ বিষয়ক মামলার বাদী ছিলেন ইদ্রিসুর রহমান। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় জেলা জজ আদালত স্থাপন সংক্রান্ত ও নির্যাতনের শিকার ঝালকাঠির লিমনের পক্ষে জনস্বার্থে মামলা লড়েছেন এই আইনজীবী।