বগুড়ায় করোনায় মাইক্রোবাসচালকের মৃত্যু

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

বগুড়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। কোভিড ডেডিকেটেড মোহাম্মদ আলী হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকাল সাতটায় তাঁর মৃত্যু হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ওই ব্যক্তির নাম সোহেল। তাঁর বয়স ৩৮ বছর। তিনি মাইক্রোবাসের চালক ছিলেন। বসবাস করতেন বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায়।

মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিক আমিন ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ওই রোগী আগে থেকেই কোভিড সংক্রমিত ছিলেন। শ্বাসকষ্ট বেড়ে গেলে গতকাল বুধবার তাঁকে বগুড়ার করোনা ডেডিকেটেড মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। পরে তাঁকে মোহাম্মদ আলী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর মৃত্যু হয়।
কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় তাঁর জানাজার ব্যবস্থা করা হয়।