চট্টগ্রামে আরও এক চিকিৎসকের মৃত্যু

চট্টগ্রামে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাতে আরও এক চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। তাঁর নাম শহীদুল আনোয়ার। ষাটোর্ধ্ব এই চিকিৎসক চক্ষু বিশেষজ্ঞ ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

শহীদুল আনোয়ার চান্দগাঁওতে বণি হাসান চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ছিলেন।নগরের জামালখান এলাকায় ব্যক্তিগত চেম্বারেও তিনি রোগী দেখতেন। তাঁর বাড়ি ফটিকছড়ি এলাকায়।

চমেক হাসপাতালের উপপরিচালক আফতাবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঈদের পরদিন ২৬ মে শহীদুল আনোয়ার হাসপাতালের করোনা ইউনিটের হলুদ জোনে ভর্তি হন।এর আগে তিনি করোনায় সংক্রমিত হয়ে বাসায় চিকিৎসা নেন। চারদিন আগে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। তাঁর অক্সিজেনের স্যাচুরেশান কমে যায়। গতকাল রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান।

এর আগে গতকাল দুপুরে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চমেক সহযোগী অধ্যাপক সমিরুল ইসলাম। তিনি করোনায় সংক্রমিত হয়ে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন ছিলেন।