মহেশখালীতে যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজারের মহেশখালীতে গতকাল শনিবার গভীর রাতে মৌলভি আবদুল গফুর (৩২) নামের এক যুবককে স্থানীয় সন্ত্রাসীরা ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে আজ রোববার ভোরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, অনেকদিন ধরে উপজেলার কালারমারছড়া ইউনিয়ন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপ সৈয়দ নুর ও জিয়া বাহিনীর বিরোধ চলে আসছিল। এদের মধ্যে বেশ কয়েকবার বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটে। গতকাল রাতে নুর বাহিনীর অন্যতম সদস্য গফুর একই এলাকার খোশ্যার পাড়ায় দাওয়াত খেতে যান। এ খবর পেয়ে রাত ১১টার দিকে জিয়া বাহিনীর লোকজন ওই বাড়িতে হামলা চালায়। এ এসময় গফুর পালিয়ে যাওয়ার চেষ্টা করেও রক্ষা পায়নি। পরে সন্ত্রাসীরা ধারালো দা দিয়ে কুপিয়ে গফুরকে হত্যা করে। এ ঘটনার পর গভীর রাতে সৈয়দ নুর বাহিনীর অন্য সদস্যরা জিয়া গ্রুপের বজলের বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। প্রসঙ্গত, গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাহিনীর প্রধান সৈয়দ নুর র্যাবের ক্রসফায়ারে নিহত হয়। আর প্রতিপক্ষ গ্রুপের প্রধান জিয়াউর রহমান জিয়া হত্যাসহ প্রায় ২০টি মামলায় কারাগারে রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, আবদুল গফুরের বিরুদ্ধে বিএনপি নেতা জবল হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।