দাউদকান্দিতে চিকিৎসকসহ আরও ১২ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একজন চিকিৎসক, একজন সাংবাদিক, একজন স্কুলশিক্ষক, একজন স্বাস্থ্যকর্মী, একটি ওষুধ কোম্পানির একজন কর্মকর্তাসহ এক দিনে সর্বোচ্চ ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।

গতকাল বুধবার রাতে ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে উপজেলায় মোট ১২৭ জনের করোনা শনাক্ত হয়।

উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, গতকাল রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক, একজন স্বাস্থ্যকর্মী (সাকমো), একজন সাংবাদিক (স্ত্রী-পুত্রসহ), একজন স্কুলশিক্ষক, একটি ওষুধ কোম্পানির একজন কর্মকর্তা ও ছয়জন গ্রামবাসী করোনা পজিটিভ শনাক্ত হয়। ১৮, ১৯, ২০, ২১ ও ২২ জুনে আইইডিসিআরে তাঁদের নমুনা পাঠানো হয়।

মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, নতুন করে সংক্রমিত ওই ১২ জনকে তাঁদের বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের পরিবারের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়। তাঁদের বাড়িও লকডাউন করা হয়েছে।

মোহাম্মদ জামাল উদ্দিন আরও বলেন, গতকাল রাতের ওই ১২ জনসহ তাঁর উপজেলায় মোট ১২৭ জনের করোনা শনাক্ত হয়।