বরিশালে করোনার উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু

প্রতীকী ছবি: রয়টার্স
প্রতীকী ছবি: রয়টার্স

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাঁদের মৃত্যু হয়। এর আগে গতকাল বুধবার হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে পৌনে তিন ঘণ্টার ব্যবধানে দুই রোগীর মৃত্যুর হয়েছিল।

হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা ২টা ১৫ মিনিটে পটুয়াখালী সদরের বাসিন্দা ইদ্রিস হাওলাদার (৭৫) করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। যেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৫টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

একই হাসপাতালের করোনা ওয়ার্ডে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হয় ভোর সোয়া পাঁচটার দিকে। তাঁর নাম মজিবর রহমান (৭০)। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর এলাকার বাসিন্দা। তিনি করোনার উপসর্গ নিয়ে গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১১টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।

মারা যাওয়ার পর আজ সকালে তাঁদের দুজনের নমুনা সংগ্রহ করে করোনা ল্যাবে পাঠানো হয়েছে। হাসপাতালের পরিচালক বাকির হোসেন তাঁদের দুজনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বেলা দুইটায় ও বিকেল পৌনে পাঁচটায় হাসপাতালের করোনা ওয়ার্ডে দুই রোগীর মৃত্যু হয়। তাঁদের একজন বরিশালের উজিরপুর উপজেলার সানুহার এলাকার মনোয়ারা বেগম (৬৫) ও পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার গাইনখালী গ্রামের শাহ আলম (৭০)।