চাঁদপুরে আরও ১৭ জনের করোনা শনাক্ত

চাঁদপুরে নতুন করে আরও ১৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় এ নিয়ে ২৭৫ জন কোভিডে আক্রান্ত রোগী শনাক্ত হলেন। শনিবার দুপুরে চাঁদপুর সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন সাখাওয়াত উল্লাহ বলেন, শনিবার দুপুরে ৫৭ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। এর মধ্যে ১৭ জনের ‘পজিটিভ’ আসে। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে চাঁদপুর সদরে ছয়জন, মতলব দক্ষিণে চারজন, হাজীগঞ্জে তিনজন, ফরিদগঞ্জে তিনজন ও হাইমচরে একজন আছেন।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় এ নিয়ে ২৭৫ জন করোনা রোগী শনাক্ত হলো। জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে জেলায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেন ৫২ জন। এদের মধ্যে নমুনা পরীক্ষা করে ২১ জনের করোনা পজিটিভ ও ২৩ জনের নেগেটিভ প্রতিবেদন আসে। বাকি আটজনের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।

এদিকে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) আফজাল হোসেন জানান, গত ২ দিনে হাজীগঞ্জে করোনা উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ শুক্রবার রাতে দুজন হিন্দু সম্প্রদায়ের সদস্য করোনা উপসর্গ নিয়ে মারা যান। তাঁদের একজন ৫৫ বছর বয়সী হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী, আরেকজন বড়কুল পূর্ব ইউনিয়নের বাসিন্দা (৬০)।