ঝিনাইদহে ভূমি অফিস লকডাউন, নতুন শনাক্ত ৯

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঝিনাইদহ সদর উপজেলা ভূমি অফিস লকডাউন করা হয়েছে। অফিসের চারজনের করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর বুধবার অফিসটি লকডাউন করে দিয়েছে জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ভূমি অফিসের চারজন কর্মচারীর শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। ফলে জেলা প্রশাসনের পক্ষ থেকে অফিসের কার্যক্রম সাময়িক বন্ধ করে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত সব কাজ বন্ধ থাকবে। তিনি আরও বলেন, অফিসের মোট ১৭ জন কর্মচারী রয়েছেন। তাঁদেরও করোনা পরীক্ষা করা হবে।

এদিকে বৃহস্পতিবার ঝিনাইদহে নতুন করে আরও নয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ১৫৭।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা সেলের মুখপাত্র প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বর্তমানে জেলার করোনা হাসপাতালে (শিশু হাসপাতাল) চিকিৎসাধীন ১৩ জন। সুস্থ হয়েছেন ৬৪ জন।