হবিগঞ্জ কারাগারে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আসামির মৃত্যু

হবিগঞ্জ জেলা কারাগারে করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে এক আসামির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি মারা যান। ওই আসামির নাম শাহীন আহমদ (৪০)। তিনি জেলার চুনারুঘাট উপজেলার বড় আব্দা গ্রামের বাসিন্দা।

কারাগার সূত্রে জানা গেছে, ১২ জুন একটি মাদক মামলার আসামি হিসেবে শাহীন কারাগারে আসেন। তাঁর মামলাটি বিচারাধীন। তিনি আগে থেকেই শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। গতকাল বুধবার দিবাগত রাতে তাঁর জ্বর আসে। এ অবস্থায় আজ তাঁকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়।

হবিগঞ্জের জেলার মো. জয়নাল আবেদীন ভূঁইয়া প্রথম আলোকে জানান, শাহীনের স্বজনেরা তাঁর মরদেহ বুঝে নিয়েছেন। এর আগে শাহীনের কোভিড-১৯ সংক্রমণ ছিল কি না, তা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি অনুযায়ী তাঁর মরদেহ দাফন করা হয়েছে।