সাভারে করোনা 'পজিটিভ' ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

ঢাকার সাভারে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যান। এ নিয়ে সাভারে করোনায় মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ২৬।

মৃত ব্যক্তির নাম আবদুর রহমান (৫২)। তিনি সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া এলাকার বাসিন্দা। তিনি অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আবদুর রহমান করোনার উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গেলে তাঁর নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার রিপোর্টে করোনা ‘পজিটিভ’ পাওয়া গেলে ১৪ জুন তাঁকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সায়েমুল হুদা বলেন, সাভারে করোনায় মৃত্যুর হার আগের তুলনায় কমে গেছে। গত ১৭ এপ্রিল থেকে ১৭ জুন পর্যন্ত এই উপজেলায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ২৫ জন। গত এক সপ্তাহে আর কেউ মারা যাননি। আট দিন পর আজ আবার একজন মারা গেলেন।