চাঁদপুরে নতুন ৪৪ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

চাঁদপুরে নতুন করে ৪৪ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হয়েছেন। জেলায় এ নিয়ে করোনা রোগীর সংখ্যা এখন ৭১৩। এর মধ্যে মারা গেছেন ৫০ জন। শুক্রবার সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।

চাঁদপুর সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ বলেন, শুক্রবার সকালে তাঁরা ১৯৯ জনের নমুনা পরীক্ষার প্রতিবেদন পান। এর মধ্যে ৪৪ জনের ‘পজিটিভ’ এসেছে। এর মধ্যে চাঁদপুর সদরে ১৮ জন, শাহরাস্তিতে ৬ জন, হাইমচরে ৭ জন, মতলব উত্তরে ৫ জন (মৃত ১ জনসহ), কচুয়া ১ জন এবং ফরিদগঞ্জে ৭ জন। জেলায় এ পর্যন্ত মোট শনাক্ত মোট শনাক্ত ৭১৩ জনের মধ্যে চাঁদপুর সদরে ২৮৭ জন, শাহরাস্তিতে ৯৩ জন, হাজীগঞ্জে ৬৭ জন, ফরিদগঞ্জে ৭২ জন, হাইমচরে ৪৭ জন, কচুয়ায় ৩১ জন, মতলব দক্ষিণে ৭৪ জন ও মতলব উত্তরে ৪১ জন।

এদিকে জেলায় করোনায় সংক্রমিত হয়ে মারা যাওয়া মোট ৫০ জনের মধ্যে হাজীগঞ্জের ১৪ জন, চাঁদপুর সদরের ১৩ জন, ফরিদগঞ্জের ৬ জন, কচুয়ার ৫ জন, শাহরাস্তির ৪ জন, মতলব উত্তরের ৪ জন ও মতলব দক্ষিণের ২ জন।