সোনাগাজীতে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু

ফেনীর সোনাগাজী উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ জ্বর–শ্বাসকষ্ট নিয়ে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মারা যাওয়া ব্যক্তির নাম মো. ইব্রাহীম (৪৫)। তিনি সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় এক মাদ্রাসার শিক্ষক ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, মাদ্রাসা শিক্ষক মো. ইব্রাহীম কয়েকদিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি পৌরসভার উত্তর চর চান্দিয়া এলাকায় শ্বশুরবাড়িতে থেকে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু গতকাল বৃহস্পতিবার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে আসার পর তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে ফেনী শহরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. রবিউজ্জামান প্রথম আলোকে বলেন, আজ দুপুরে উপজেলা প্রশাসনের নিদের্শনা অনুসারে, স্থানীয় স্বেচ্ছাসেবক ও গ্রামপুলিশের সহায়তায় বিশেষ ব্যবস্থাপনায় মাদ্রাসাশিক্ষকের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ প্রথম আলোকে বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া মো. ইব্রাহীম কোভিড–১৯–এ আক্রান্ত ছিলেন কি না, তা পরীক্ষা করার জন্য মৃত্যুর পর তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে।
উৎপল দাশ জানান, গত ২৪ ঘণ্টায় সোনাগাজী মডেল থানার একজন সহকারী উপপরিদর্শক (এএসআই), পৌর শহরের এক ব্যবসায়ীসহ নতুন করে দুজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১৯। গত দেড় মাসে ৪২ জন সুস্থ হয়েছেন। আক্রান্তদের সবাই বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।