আশুগঞ্জে সমাহিত ইফার সাবেক মহাপরিচালক সামীম আফজাল

সামীম মোহাম্মদ আফজাল। ফাইল ছবি
সামীম মোহাম্মদ আফজাল। ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সমাহিত হয়েছেন সদ্য প্রয়াত ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক সামীম মুহাম্মদ আফজাল। শুক্রবার দুপুরে জানাজা শেষে উপজেলার তারুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তাঁর মরদেহ দাফন করা হয়।

সামীম আফজাল ক্যানসারে আক্রান্ত হয়ে ঢাকার শ্যামলী সেন্ট্রাল হাসপাতালে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্ব নেওয়ার আগে সামীম আফজাল জেলা ও দায়রা জজ ছিলেন। ১১ বছর ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পালন করেন তিনি। গত ৩০ ডিসেম্বর মেয়াদ শেষে তিনি অবসরে চলে যান।

শুক্রবার বাদ ফজর ঢাকার মোহাম্মদপুর জহুরী মহল্লা মসজিদে প্রথম ও সকাল আটটায় নারিন্দা শাহসাহেব বাড়ি মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ আশুগঞ্জের তারুয়া গ্রামে মরহুমের প্রতিষ্ঠিত মাদ্রাসার মাঠে স্বল্প পরিসরে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম এহসানুল হক জিলানী।

জানাজায় অন্যদের মধ্যে অংশ নেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিমুল হায়দার, ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. শাহআলম, সহকারী পরিচালক কাজী জাবেদ হোসেন, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান, তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ হাসান, আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ প্রমুখ। জানাজা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে মা-বাবা ও ছেলের কবরের পাশে দাফন করা হয়।