যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

যৌতুক না পেয়ে হবিগঞ্জের বানিয়াচংয়ে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ করেছেন তাঁর বাবার বাড়ির লোকজন। অবশ্য পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে ওই নারী বিষপানে আত্মহত্যা করেছেন বলে তারা প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে।

মনোয়ারা বেগম (২৫) নামের ওই নারী উপজেলার বলাকিপুর গ্রামের গৃহবধূ। বাবার বাড়ি একই উপজেলার কুশিয়ারতলা গ্রামে। গতকাল বৃহস্পতিবার রাতে ওই নারীর মৃত্যু হয়। ঘটনার পর থেকে তাঁর স্বামী লিটন মিয়া এলাকায় নেই।

মনোয়ারার বাবার বাড়ির লোকজন বলেন, প্রায় তিন বছর আগে লিটনের সঙ্গে মনোয়ারার বিয়ে হয়। তাঁদের দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই লিটন যৌতুকের জন্য মনোয়ারাকে চাপ দিতে থাকেন। একই কারণে গত বৃহস্পতিবার বিকেলে মনোয়ারাকে বেধড়ক পিটিয়ে আহত করেন লিটন। রাতে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে মনোয়ারার লাশ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন প্রথম আলোকে বলেন, মনোয়ারার পরিবার লিখিত কোনো অভিযোগ দায়ের করেনি। তবে মৌখিকভাবে তারা বলেছে, লিটন মিয়া তাঁকে পিটিয়ে হত্যা করেছেন। পুলিশ প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে, পারিবারিক কলহের জের ধরে মনোয়ারা বিষপানে আত্মহত্যা করেছেন।

ওসি আরও বলেন, তবে মনোয়ারার মৃত্যুর প্রকৃত কারণ পুলিশ অনুসন্ধানের চেষ্টা করছে। এটি আত্মহত্যা নাকি হত্যা, সেটি ময়নাতদন্তের প্রতিবেদন এলেই পরিষ্কার হয়ে যাবে। লিটন মিয়ার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।