কুষ্টিয়ায় কোভিড-১৯ রোগী ৫০০ ছাড়াল, নতুন শনাক্ত ৩৯

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

কুষ্টিয়ায় কোভিড–১৯ রোগীর সংখ্যা ৫০০ ছাড়াল। গতকাল শুক্রবার জেলায় সবচেয়ে বেশি ৩৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ৫৩৬।

গতকাল রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৭২টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৯ জনের করোনা পজেটিভ হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্যে জানা গেছে, গত ২৫ এপ্রিল কুষ্টিয়ায় প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হয়। এর দুই মাস পর কোভিড–১৯ রোগীর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। নতুন শনাক্ত ৩৯ জনের মধ্যে দৌলতপুরে ৮ জন, সদর উপজেলায় ২৩ জন, কুমারখালীতে ৫ জন ও মিরপুরে ৩ জন। কুষ্টিয়ায় এ পর্যন্ত মারা গেছেন ছয়জন।

এদিকে গত বৃহস্পতিবার থেকে কুষ্টিয়ায় কঠোরভাবে লকডাউন শুরু হয়েছে। প্রশাসন ও স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তারা বারবার বলছেন, সতর্কতা অবলম্বন করার জন্য। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ তাদের। অতি প্রয়োজনে বের হলেও সামাজিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক ব্যবহার করতে হবে।