নরসিংদীতে আরও ৪২ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩১৯। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৫৫ জন।

আজ শনিবার সকালে প্রথম আলোর কাছে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম। 

গত ৭ এপ্রিল জেলায় প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হয়। এরপর ৫৩ দিনে অর্থাৎ গত ৩০ মে রোগীর সংখ্যা ৫০০ ছাড়ায়। পরবর্তী ৫০০ রোগী শনাক্ত হয় মাত্র ১৩ দিনে। পরের ১৩ দিনে শনাক্ত রোগীর সংখ্যা ৩০০।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত জেলার ৬টি উপজেলা থেকে মোট ৬ হাজার ৮২২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ২৭১টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এতে কোভিড–১৯ রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৮ জন। তাঁদের মধ্যে সদর উপজেলার ১৮ জন, বেলাব ও রায়পুরা উপজেলায় ৩ জন করে ছয়জন, মনোহরদী উপজেলায় দুজন এবং পলাশ ও শিবপুর উপজেলায় একজন করে আছেন।