রাজশাহীতে করোনার উপসর্গ নিয়ে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজশাহীতে করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে সাবেক এক ব্যাংক কর্মকর্তার (৬৯) মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী নগরের বাসিন্দা ছিলেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। তিনি জনতা ব্যাংকের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস জানান, করোনার উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শ্বাসকষ্ট থাকায় তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা যান। মৃত্যুর আগে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না, তা নমুনা পরীক্ষার পরই বলা যাবে। লাশ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে দেওয়া হয়েছে।

কোয়ান্টাম ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় পরিচালক কায়সার পারভেজ ওরফে মেহেদী প্রথম আলোকে জানান, ইতিমধ্যে স্বাস্থ্যবিধি মেনে ওই ব্যক্তির লাশ দাফন করা হয়েছে।