করোনার ফল পাওয়ার আগেই মারা গেলেন তিনি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের মহেশখালী পৌর এলাকায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গোলাম সরওয়ার (৬২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত সোমবার তিনি করোনাভাইরাসে সংক্রমিত কি না, জানতে নমুনা দেন। আজ শনিবার পর্যন্ত সেটির ফল পাওয়া যায়নি।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন গোলাম সরওয়ার। এক সপ্তাহ আগে তিনি জ্বরে আক্রান্ত হন। তাঁর শ্বাসকষ্ট বেড়ে গেলে সোমবার সকালে তাঁকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর অবস্থার অবনতি হলে ভর্তির দুই ঘণ্টা পর তাঁকে কক্সবাজার সদর হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। কক্সবাজার সদর হাসপাতালে ভর্তির পর করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু আজ দুপুর ১২টা পর্যন্ত ওই নমুনা পরীক্ষার প্রতিবেদন পাননি বলে তাঁর চাচতো ভাই ফয়জুল হক প্রথম আলোকে জানিয়েছেন।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মাহফুজুল হক বলেন, করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে গোলাম সরওয়ার মারা গেছেন। তবে তিনি হৃদ্‌রোগে ভুগছিলেন।