নোয়াখালীতে আরও ৬৬ জনের করোনার সংক্রমণ শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় আরও ৬৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলার সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার একজন উপপরিদর্শক (এসআই), একজন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) নয়জন পুলিশ সদস্য রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৭১। এর মধ্যে মারা গেছেন ৪২ জন।

জানতে চাইলে জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার নতুন করে আরও ৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। আজ শনিবার দুপুরে প্রথম আলোকে তিনি বলেন, ২৪ ঘণ্টায় ২৯৯টি নমুনা পরীক্ষা করে ৬৬টি পজিটিভ পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৭১।

সিভিল সার্জন জানান, নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সদর উপজেলায় ১১ জন, সুবর্ণচরে ১৮ জন, হাতিয়ায় একজন, বেগমগঞ্জে ১৩ জন, সোনাইমুড়ীতে একজন, চাটখিলে নয়জন, সেনবাগে তিনজন, কোম্পানীগঞ্জে নয়জন, কবিরহাটে একজন রয়েছেন।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন প্রথম আলোকে বলেন, গত ২৪ ঘণ্টায় এ থানার একজন এসআই, এএসআইসহ নয়জন পুলিশ সদস্যের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চরজব্বার থানায় করোনা শনাক্ত হওয়া পুলিশ সদস্যের সংখ্যা ১৫।

ওসি সাহেদ উদ্দিন বলেন, গতকাল শনাক্ত হওয়া পুলিশ সদস্যদের আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে যাঁরা করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের বেশির ভাগই সুস্থ হয়ে গেছেন। বাকিরাও সুস্থ হওয়ার পথে রয়েছেন।

জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্ত হওয়া ৬৬ জনসহ জেলার মোট রোগীর মধ্যে সদর উপজেলায় ৬৩১ জন, সুবর্ণচর উপজেলায় ১১৭ জন, হাতিয়ায় ১৬ জন, বেগমগঞ্জে ৬৩৭ জন, সোনাইমুড়ীতে ৯১ জন, চাটখিলে ১২৭ জন, সেনবাগে ৯৪ জন, কোম্পানীগঞ্জে ৮৮ জন ও কবিরহাটে ১৭০ জন রয়েছেন।

সূত্র জানায়, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮১৩ জন ইতিমধ্যে করোনামুক্ত হয়েছেন। এর মধ্যে চাটখিলে ৯০ জন, সোনাইমুড়ীতে ৭১ জন, সেনবাগে ৬০ জন, বেগমগঞ্জে ৩০৬ জন, সদরে ১৬৭ জন, কোম্পানীগঞ্জে ৯ জন, কবিরহাটে ৭৭ জন, সুবর্ণচরে ২৭ জন ও হাতিয়া উপজেলায় ৬ জন।