করোনা শনাক্ত প্রবাসী নারীকে নিয়ে স্বজনদের লুকোচুরি

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় কোভিড–১৯ রোগী যুক্তরাজ্য প্রবাসী এক নারীকে (৪৮) নিয়ে প্রশাসনের সঙ্গে লুকোচুরি করেছেন স্বজনেরা। ওই নারী বাড়িতে অবস্থান করলেও স্বজনেরা প্রশাসনকে তাঁর বিদেশে চলে যাওয়ার তথ্য দেন। এ নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়। পরে ওই বাড়ি লকডাউন করা হয়।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ওই নারীর পারিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসে স্বামীসহ ওই নারী দেশে আসেন। এর পর থেকে ফেঞ্চুগঞ্জে গ্রামের বাড়িতে তিনি অবস্থান করছেন। ২২ জুন ওই দম্পতি যুক্তরাজ্যে ফিরে যেতে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গতকাল শুক্রবার রাতে ওই নারীর করোনা পজেটিভ ফল আসে। গতকাল রাতেই ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই নারীর মুঠোফোন নম্বরে কল করা হয়। স্বজন পরিচয়ে এক ব্যক্তি বলেন, ওই নারী যুক্তরাজ্যে ফেরত চলে গেছেন।

তবে স্থানীয়দের মাধ্যমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামরুজ্জামান খবর পান যে ওই নারী বাড়িতেই অবস্থান করছেন। পরে তিনি বিষয়টি ফেঞ্চুগঞ্জ থানা–পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যানকে জানান। তিনি বলেন, 'আমরা স্বজনদের ফোন দিয়ে ওই নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে বলেছি।'

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, 'প্রথম দিকে আমরা খবর নিয়ে ওই নারীর যুক্তরাজ্যে ফেরত যাওয়ার তথ্য পেয়েছিলাম। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে নির্দেশনা অনুযায়ী ওই নারীর বাড়ি লকডাউন করা হয়েছে।'

 ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জিলু বলেন, 'ওই নারীর পরিবারের সদস্যরা করোনা পজেটিভ শুনে ভয় পেয়ে গিয়েছিলেন। তাঁরা বলছেন, ওই নারীর কোনো উপসর্গ নেই। তাঁরা সব নিয়ম মেনে ঘরে অবস্থান করছেন।'