কুমিল্লায় স্বাস্থ্যকর্মীসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় তিনজন নার্স, একজন পুলিশ সদস্যসহ নতুন করে আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এ নিয়ে উপজেলায় কোভিড–১৯ আক্রান্ত মোট ব্যক্তির সংখ্যা ১৪০।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শাহীনূর আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন নার্স, একজন স্বাস্থ্য সহকারী, একজন পরিচ্ছন্নতাকর্মী, দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির একজন পুলিশ সদস্য এবং সাতজন গ্রামবাসী নতুন করে সংক্রমিত হয়েছেন। ২৩ ও ২৪ জুন আইইডিসিআরে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, নতুন করে সংক্রমিত ব্যক্তিদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে (বিচ্ছিন্ন) রাখা হয়েছে। তাঁদের বাড়ি লকডাউন করা হয়েছে। পরিবারের সদস্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে উপজেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৪ জন। আজ উপজেলা থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ১৮৩টি।