অভয়নগরে কোভিডে আক্রান্ত আরও ২৯ জন

যশোরে অভয়নগর উপজেলায় আরও ২৯ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই নিয়ে উপজেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬।
আজ শনিবার বিকেলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুর রহমান রিজভী প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গত বৃহস্পতিবার উপজেলার সংগ্রহ করা ৫৮টি নমুনা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। আজ শনিবার নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। প্রতিবেদনে জানা গেছে, ২৯ জনের নমুনা পরীক্ষার ফল পজিটিভ।
সূত্র জানায়, উপজেলায় আজ শনিবার পর্যন্ত করোনাভাইরাস পরীক্ষার জন্য ৭৭৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা খুলনা মেডিকেল কলেজ এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার প্রতিবেদনে জানা গেছে, ১৫৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪ জন। মারা গেছেন চারজন। আক্রান্তদের মধ্যে পাঁচজন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।