সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

কোভিড-১৯–এর (করোনাভাইরাস) উপসর্গ নিয়ে আসার আধা ঘণ্টার মধ্যেই সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক ব্যক্তির (৪০) মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল আটটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি জেলার তালা উপজেলার বাসিন্দা।

কোভিড-১৯–এর চিকিৎসার জন্য নির্ধারিত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক মানস কুমার মণ্ডল জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর অবস্থা গুরুতর ছিল। তিনি কয়েক দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসা না নিয়ে বাড়িতেই ছিলেন। তাঁকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। আধা ঘণ্টার মধ্যে তিনি মারা যান।

চিকিৎসক মানস কুমার আরও জানান, মৃত্যুর পর করোনার পরীক্ষার জন্য ওই ব্যক্তির নমুনা নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দাফন করার জন্য বলা হয়েছে। পাশাপাশি মৃত্যুর বিষয় সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়কে অবহিত করা হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান, খোঁজখবর নিয়ে মৃত ব্যক্তির বাড়িসহ তিনি যেখানে যেখানে ওঠাবসা করেছেন, ওই সব স্থান লকডাউন (অবরুদ্ধ) করা হবে।