পঞ্চগড়ে পুলিশ সদস্যসহ দুজনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

পঞ্চগড় সদর থানার ৫১ বছর বয়সী একজন পুলিশ সদস্য ও পৌর এলাকার ৬০ বছর বয়সী এক নারীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। 

গতকাল শনিবার রাতে পঞ্চগড়ের সিভিল সার্জন মো. ফজলুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট কোভিড–১৯ রোগীর সংখ্যা ১৩৪ জন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২২ জুন এই দুজনের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তখন থেকেই পুলিশ সদস্য পঞ্চগড় পুলিশ লাইনসের মেডিকেল সেন্টারে এবং ওই নারী নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন। 

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, পঞ্চগড় জেলা থেকে গতকাল পর্যন্ত মোট দুই হাজার ৭৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে দুই হাজার ৩৪ জনের নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এতে ১৩৪ জন কোভিড–১৯ রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন মারা গেছেন এবং সুস্থ হয়েছেন ৯৬ জন।

পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, আক্রান্ত পুলিশ সদস্যের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে।