ভৈরবে নতুন আরও ১৩ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে নতুন আরও ১৩ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৭ জনে। সুস্থ হয়েছেন ২২৩ জন। আর মারা গেছেন ১০ জন।

আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হওয়া—এই তিন ক্যাটাগরিতে শুরু থেকেই জেলায় শীর্ষে ভৈরব।

স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, আজ রোববার দুই দিনের পাঠানো নমুনার ফলাফল এসেছে। এই দুই দিন হলো ১৯ জুন ও ২২ জুন।

১৯ জুন নমুনা পাঠানো হয়েছিল ৪০ জনের। এর মধ্যে ৩ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় নমুনার কেউ পজেটিভ নেই। ২২ জুন ৪০টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে করোনা পজেটিভ শনাক্ত হলো ১০ জনের। তবে ওই দিন একজনের দ্বিতীয় এবং অন্যজনের তৃতীয় নমুনা পজেটিভ এসেছে।

এদিকে ভৈরবে নমুনার ফল পাওয়ার দীর্ঘসূত্রিতা নিয়ে জনমনে অসন্তোষ সৃষ্টি হয়েছে। বর্তমানে নমুনার ফল পেতে গড়ে চার থেকে পাঁচ দিন লেগে যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বুলবুল আহমেদ করোনা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক। তিনি বলেন, ২০, ২৫, ২৬ ও ২৭ জুন সংগ্রহ করা নমুনা পরীক্ষার ফলাফল আটকে আছে। কিশোরগঞ্জ ল্যাবের মাধ্যমে দিনে ৯৪টি পরীক্ষা করা সম্ভব। অথচ জেলা থেকে দিনে তিন শতাধিক নমুনা যাচ্ছে। নমুনা জটের কারণে যথাসময়ে ফল পাওয়া নিয়ে বিড়ম্বনা বাড়ছে।