ভান্ডারিয়ায় করোনায় সংক্রমিত গৃহবধূর মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামে এক গৃহবধূ করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত গৃহবধূর নাম নাসরিন আক্তার (৩০)। তিনি ভান্ডারিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অফিস সহকারী ও উপজেলার সিংহখালী গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের স্ত্রী।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর করোনার উপসর্গ দেখা দিলে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। ২৫ জুন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের অনুজীববিজ্ঞান বিভাগের করোনা পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় তাঁর রিপোর্ট করোনা ‘পজিটিভ’ আসে। পরে ওই দিনই তাঁকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। গতকাল সন্ধ্যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ এম জহিরুল ইসলাম বলেন, মৃত নাসরিন আক্তার করোনায় আক্রান্ত ছিলেন। তাঁর লাশ স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।