বাংলাদেশ-ভারত সম্পর্ক জোরদারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক জোরদারের দাবিতে সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় মানববন্ধন করেছে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি। দিনাজপুরে মুক্তিযোদ্ধা আবদুল মালেক সরকারের সভাপতিত্বে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক জোরদারের দাবিতে সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় মানববন্ধন করেছে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি। দিনাজপুরে মুক্তিযোদ্ধা আবদুল মালেক সরকারের সভাপতিত্বে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্ক জোরদারের দাবিতে দেশের বিভিন্ন এলাকায় মানববন্ধন করেছে বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি। সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সচেতন নাগরিক কমিটির দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় ভারতের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারের দাবিতে এসব মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা চীনের সম্প্রসারণবাদী কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। চীন একনায়কতান্ত্রিক শাসন চালাচ্ছে বলে অভিযোগ তুলে তাঁরা এর নিন্দা জানিয়েছেন। বক্তারা বলেছেন, চীনের বিরুদ্ধে বিভিন্ন গণতান্ত্রিক শক্তির সরব হওয়ার সময় এসেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দিনাজপুরে মুক্তিযোদ্ধা আবদুল মালেক সরকারের সভাপতিত্বে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন রতন সিং, গোলাম নবী দুলাল, সৈকত পালসহ আরও অনেকে। ওই অনুষ্ঠানে প্রায় ২০০ জনেরও বেশি মানুষ অংশ নেয়। এর বাইরে নেত্রকোনা, যশোর, জয়পুরহাট, নোয়াখালী ও অন্যান্য জেলাতেও একই দাবিতে র‍্যালি অনুষ্ঠিত হয়।