বড় বোনের সনদ দেখিয়ে ছোটজনকে বিয়ে দেওয়ার চেষ্টা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল রোববার রাত ১০টার দিকে ১৫ বছর বয়সী কিশোরীর বিয়ের কথা ছিল। ধুমধাম করে সব আয়োজন চলছিল। তবে সন্ধ্যা সাতটার দিকে পুলিশ সেখানে হাজির হয়ে বিয়ের সব আয়োজন বন্ধ করে দেয়।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার এক কিশোরীর সঙ্গে এনায়েত উল্লাহ (২৩) নামের এক তরুণের বিয়ের কথা ছিল। পুলিশ ওই বাড়িতে গেলে মেয়ের বাবা জন্মসনদ দেখিয়ে বলেন, মেয়ের বয়স ১৯ বছর। কিন্তু পুলিশ নিশ্চিত হয়, যে কিশোরীর বিয়ের আয়োজন চলছে, তার জন্মসনদ এটি নয়। ওই জন্মসনদ কিশোরীর বড় বোনের। পাঁচ বছর আগে বড় বোনের বিয়ে হয়েছে। সেটিও বাল্যবিবাহ ছিল।

সরাইল থানার উপপরিদর্শক (এসআই) বাপন চক্রবর্ত্তী আজ সোমবার সকালে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়ের পরিবার মুচলেকা দিয়েছেন যে মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না। ভুল তথ্য দিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করায় তাঁরা দুঃখ প্রকাশ করেছেন।