বিএনপি নেতা কামরুদ্দিন ইয়াহিয়া মারা গেছেন

কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিস। ছবি: সংগৃহীত
কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিস। ছবি: সংগৃহীত

বিএনপির নির্বাহী কমিটির সদস্য কামরুদ্দিন ইয়াহিয়া খান মজলিস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

গতকাল রোববার রাত ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে কামরুদ্দিন ইয়াহিয়া মারা যান। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

কামরুদ্দিন ইয়াহিয়ার ছোট ভাই জিয়াউদ্দিন ইয়াহিয়া খানের বরাতে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, কামরুদ্দিন ইয়াহিয়া হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন।

কামরুদ্দিন ইয়াহিয়া সিরাজগঞ্জ থেকে বিএনপির হয়ে দুবার সাংসদ হয়েছিলেন। এ ছাড়া তিনি অগ্রণী ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

শায়রুল কবির জানান, আজ সোমবার বাদ আসর সিরাজগঞ্জে কামরুদ্দিন ইয়াহিয়ার নিজ এলাকা শাহজাদপুরে তাঁর জানাজা হবে। জানাজা শেষে তাঁকে পারিবারিক করবস্থানে দাফন করা হবে।

কামরুদ্দিন ইয়াহিয়ার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব শোক প্রকাশ করেছেন।