হালুয়াঘাটে সরকারি কর্মকর্তাসহ ২০ জনের করোনা শনাক্ত

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সরকারি কর্মকর্তাসহ এক দিনে ২০ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট কোভিড–১৯ রোগীর সংখ্যা ৫১ জন।

আজ সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনির আহমেদ প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে আছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, তিনজন উপসহকারী কৃষি কর্মকর্তা, কৃষি ব্যাংক হালুয়াঘাট শাখার একজন কর্মকর্তা, সহকারি কমিশনারের (ভূমি) গাড়িচালক প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুনির আহমেদ প্রথম আলোকে বলেন, মোবাইল ফোনের মাধ্যমে ২০ জনকে সংক্রমণের বিষয়টি জানানো হয়েছে। সবাইকে নিজ নিজ বাড়িতে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। হাসপাতালে টেলিমেডিসিন সেবা চালু আছে। রোগীরা চাইলে প্রাথমিকভাবে ফোনের মাধ্যমে এখান থেকে সেবা নিতে পারবেন।