১২ দিনেও মেলেনি মৃত আনসার সদস্যের নমুনা পরীক্ষার ফল

খাগড়াছড়ির দীঘিনালায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া আনসার সদস্যের নমুনা পরীক্ষার ফল ১২ দিনেও পাওয়া যায়নি। তাঁর নাম আব্দুস সাত্তার (৫৩)। তিনি জামতলী ২৩ আনসার ব্যাটালিয়নের নায়েক। একই ব্যাটালিয়নের ৫৬ বছর বয়সী আরেক সদস্যের করোনাভাইরাসে সংক্রমিত হওয়ায় তাঁকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।


দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সঙ্গে কথা বলে আজ সোমবার জানা যায়, ১৭ জুন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বাসিন্দা নায়েক আব্দুস সাত্তারের নমুনা সংগ্রহ করা হয়। ওই নমুনা সীতাকুণ্ডে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) পাঠানো হয়। ২২ জুন ভোরে তিনি মারা যান। এখনো নমুনা পরীক্ষার ফল আসেনি। আরেক আনসার সদস্যের নমুনা ২৩ জুন পাঠানো হয়। আজকে পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে জানা যায়, তিনি করোনা পজেটিভ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তনয় তালুকদার প্রথম আলোকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।