গাজীপুরে আরও ৫৪ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

গাজীপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত ব্যক্তির সংখ্যা। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৫৪ জন। এই নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা ‘পজিটিভ’ হওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৯৮ জনে। সোমবার বিকেলে গাজীপুরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন মো. খাইরুজ্জামান জানান, গাজীপুর থেকে এ পর্যন্ত মোট ২৩ হাজার ৪৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা ‘পজিটিভ’ হিসেবে প্রতিবেদন এসেছে ৩ হাজার ৩৯৮ জনের। জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করে ৫৪ জন করোনা ‘পজিটিভ’ হন।

করোনায় সংক্রমিত হিসেবে নতুন শনাক্ত ৫৪ জনের মধ্যে রয়েছেন গাজীপুর সদরের ১২ জন, কালিয়াকৈর উপজেলার ১২ জন, কালীগঞ্জের ১০ জন, শ্রীপুরের ২০। কাপাসিয়া উপজেলায় নতুন করে কেউ শনাক্ত হননি।

এ নিয়ে গাজীপুরে মোট শনাক্ত ৩ হাজার ৩৯৮ জন করোনা রোগীর মধ্যে কালিয়াকৈর উপজেলার ৪০৭ জন, কালীগঞ্জের ৩০৭, কাপাসিয়ার ২২৩, শ্রীপুরের ৪০০ এবং গাজীপুর সদরের ২ হাজার ৬১ জন। করোনায় সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন জেলার ৩৯ জন।