করোনায় সাংবাদিক খোন্দকার মোজাম্মেলের মৃত্যু

খোন্দকার মোজাম্মেল হক
খোন্দকার মোজাম্মেল হক

করোনাভাইরাসে (কোভিড ১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের সম্পাদক ও মুক্তিযোদ্ধা খোন্দকার মোজাম্মেল হক। আজ সোমবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

খোন্দকার মোজাম্মেলের শ্যালক আশরাফুল বারী প্রথম আলোকে বলেন, কয়েক দিন আগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তাঁকে ফেনীতে তাঁর গ্রামের বাড়িতে দাফন করা হবে।

জাতীয় প্রেসক্লাবের সদস্য খোন্দকার মোজাম্মেল হক 'গেদু চাচার খোলা চিঠি' নামে কলাম লিখে আলোচিত হন।

সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, খোন্দকার মোজাম্মেল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন। এ ছাড়াও শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।