কেশবপুরে এক পরিবারের তিনজনসহ ৫ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

যশোরের কেশবপুরে একই পরিবারের ৩ জনসহ আজ সোমবার নতুন করে ৫ জনের করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে কেশবপুরে এ পর্যন্ত ৩৮ জনের করোনা শনাক্ত হলো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আজ পাওয়া করোনার নমুনা পরীক্ষার রিপোর্টে শহরের মধু সড়কের বাসিন্দা একজন প্রধান শিক্ষক, তাঁর ছেলে ও মেয়ে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর কয়েক দিন আগে তাঁর স্বাস্থ্যকর্মী স্ত্রীও করোনা পজিটিভ শনাক্ত হন। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই পরিবারের আরও তিনজন করোনায় সংক্রমিত হলেন। এ ছাড়া আজ শহরের স্বেচ্ছাসেবী সংস্থার একজন নারী কর্মী ও বায়সা গ্রামের এক যুবক করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

কেশবপুরে এ পর্যন্ত আক্রান্ত ৩৮ জনের মধ্যে ১৩ জন ইতিমধ্যে সুস্থ ঘোষিত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, বর্তমানে আক্রান্তরা সবাই নিজ বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, কেশবপুর পৌরসভার ১ ও ৪ নম্বর ওয়ার্ড ‘রেড জোন’ ঘোষণা হওয়ায় সেখানে লকডাউন চলছে। এর মধ্যেই আরও ৫ জন আক্রান্তের রিপোর্ট এল।