আনোয়ারার ইউএনও করোনায় আক্রান্ত

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া আরও ছয়জন কোভিড–১৯ রোগী শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাতে এ তথ্য জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার তথ্য প্রকাশ করেছেন ইউএনও। তিনি লিখেছেন, 'হালকা জ্বর বাদে আর কোনো উপসর্গ নেই। আমি হোম আইসোলেশনে আছি।' 

স্থানীয় স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ জুন আনোয়ারার ইউএনওসহ ২৩ জনের নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয়। গতকাল সেগুলোর ফলাফল পাওয়া যায়। 

আনোয়ারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) এমরান হোসেন খন্দকার বলেন, শনাক্তদের হোম কোয়ারেন্টিন ও আইসোলেশন নিশ্চিত করা হয়েছে। 

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, আনোয়ারায় এ পর্যন্ত ৬৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১২৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।