দেশের মানুষ গড়ে ৭২ বছর ৭ মাস ৯ দিন বাঁচে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বাংলাদেশের মানুষের গড় আয়ু ৭২ দশমিক ৬ বছর। অর্থাৎ এদেশের মানুষ গড়ে ৭২ বছর ৭ মাস ৯ দিন বাঁচেন।

আর পুরুষের তুলনায় নারীরা বেশি দিন বাঁচেন। নারীদের গড় আয়ু ৭৪ দশমিক ২ বছর। পুরুষের গড় আয়ু ৭২ দশমিক ১ বছর।

আজ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) তাদের নিয়মিত প্রকাশনা মনিটরিং দি সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিস্টিক্স অব বাংলাদেশ ২০১৯ প্রকাশ করেছে। সেখানে জন্ম, মৃত্যু, বিবাহ, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন বিষয়ের হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়।

বিবিএসের ওই প্রতিবেদন অনুযায়ী, প্রতিবছরই গড় আয়ু বেড়েছে। ২০১৮ সালে এদেশের মানুষের গড় আয়ু ছিল ৭২ দশমিক ৩ বছর। এর আগের বছর গড় আয়ু ছিল ৭২ বছর। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ভার্চ্যুয়াল সভার মাধ্যমে প্রতিবেদনটির প্রকাশ অনুষ্ঠানে যোগ দেন। তিনি মানসম্পন্ন তথ্য উপাত্তের ওপর জোর দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বিবিএসের মহাপরিচালক তাজুল ইসলাম প্রমুখ। প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন প্রকল্প পরিচালক এ কে এম আশরাফুল হক।