গাজীপুরের 'লাল এলাকা'য় আরেক কোভিড রোগীর মৃত্যু

ঝুঁকিপূর্ণ হিসেবে ‘লাল এলাকা’ ঘোষিত গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে কোভিড-১৯–আক্রান্ত আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়িতে বিচ্ছিন্ন থেকে (আইসোলেশন) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ।

মৃতের নাম নুরুল ইসলাম (৫৮)। তিনি ৪ নম্বর ওয়ার্ডের মুনশুরপুর গ্রামের বাসিন্দা। তিনি বৈদ্যুতিক সরঞ্জাম মেরামত করতেন।

লাল ঘোষিত এলাকায় এটি দ্বিতীয় রোগীর মৃত্যুর ঘটনা। এর আগে একই গ্রামের আরেক বাসিন্দা (৮০) কোভিডে আক্রান্ত হয়ে ২৭ জুন মারা যান। কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ বলেন, ‘রেড জোন’ ঘোষিত কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ওই বাসিন্দার কোভিডের উপসর্গ থাকায় ২৩ জুন তাঁর নমুনা সংগ্রহ করা হয়। ২৫ জুন জানা যায়, তিনি কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। এরপর থেকে তিনি বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন। রেড জোনে কোভিড রোগীর মৃত্যুর এটি দ্বিতীয় ঘটনা।