কিশোরগঞ্জে আরও ৫৬ জনের করোনা শনাক্ত

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

কিশোরগঞ্জে সবশেষ পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে জেলায় নতুন করে ৫৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে এ পর্যন্ত জেলার ১৩ উপজেলায় ১ হাজার ৪৬৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮০৭ জন। মারা গেছেন ২৪ জন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন মো. মুজিবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

সিভিল সার্জন জানান, জেলায় নতুন শনাক্ত ৫৬ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ১৩ জন, হোসেনপুর উপজেলায় ৩ জন, করিমগঞ্জ উপজেলায় ২ জন, কটিয়াদী উপজেলায় ৮ জন, কুলিয়ারচর উপজেলায় ১ জন, ভৈরব উপজেলায় ৫ জন, বাজিতপুর উপজেলায় ২৩ জন ও অষ্টগ্রাম উপজেলায় ১ জন রয়েছেন।

২০ থেকে ২৯ জুন পর্যন্ত ৩৬১ জনের নমুনা সংগ্রহ করা হয়।

জেলায় করোনাভাইরাস থেকে নতুন করে ৬৪ জন সুস্থ হয়েছেন। ফলে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০৭ জনে।