টাঙ্গাইলে নতুন করে ৪০ জনের করোনা শনাক্ত

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

টাঙ্গাইলে আজ মঙ্গলবার চিকিৎসক, পুলিশসহ নতুন করে আরও ৪০ জনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬১২। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র আজ সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে।

গত ৮ এপ্রিল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর দুই মাসেরও বেশি সময় পর ১৪ জুন আক্রান্তের সংখ্যা ৩০০ হয়েছিল। তার মাত্র ১৫ দিন পরই সে সংখ্যা দ্বিগুণ হয়ে আক্রান্তের সংখ্যা ৬০০ অতিক্রম করল। আজ শনাক্তদের মধ্যে দেলদুয়ার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসা কর্মকর্তা, মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশের একজন উপসহকারী পরিদর্শক (এএসআই) ও একজন কনস্টেবল রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, আক্রান্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে মির্জাপুর উপজেলা। এ উপজেলার ১৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সদর উপজেলায় আক্রান্ত ১২১ জন, নাগরপুরে ৩৮ জন, দেলদুয়ারে ৪২ জন, সখীপুরে ২১ জন, বাসাইলে ১৩ জন, কালিহাতীতে ৩৭ জন, ঘাটাইলে ২৫ জন, মধুপুরে ৩৪ জন, ভূঞাপুরে ২৯ জন, গোপালপুরে ৩৪ জন ও ধনবাড়ীতে ২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলায় মোট আক্রান্তদের মধ্যে ১২৫ জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন। মারা গেছেন ১২ জন এবং ৩৭৫ জন বর্তমানে চিকিৎসাধীন। চিকিৎসাধীন রোগীদের মধ্যে ২০ জন বিভিন্ন হাসপাতালের আইসোলেশনে এবং ৩৫৫ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।