ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ সস্ত্রীক কোভিডে আক্রান্ত

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ, তাঁর সহধর্মিণীসহ জেলায় নতুন করে ১৬ জনের করোনাভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানায় সিভিল সার্জন কার্যালয়। এ নিয়ে আজ বুধবার পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮২৯।

ময়মনসিংহ মেডিকেল কলেজের উপাধ্যক্ষ আখতারুন্নেছা জানান, এই কলেজের অধ্যক্ষ চিত্তরঞ্জন দেবনাথ এবং তাঁর স্ত্রী চিকিৎসক মঞ্জু রানী দেবনাথ করোনা পজিটিভ হওয়ায় আপাতত বাসায় আইসোলেশনে বিশ্রামে রয়েছেন। কলেজের অধ্যক্ষের অবর্তমানে মেডিকেলের পিসিআর ল্যাব পরিচালনায় কোনো ব্যাঘাত ঘটবে কি না, তা জানতে চাইলে তিনি বলেন, কলেজ কর্তৃপক্ষ ল্যাব পরিচালনার বিষয়ে সচেষ্ট রয়েছে। তাই সবকিছুই সচল রয়েছে।

সিভিল সার্জন এ বি এম মসিউল আলম বলেন, নতুন করে আক্রান্ত ১৬ জনের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ, তাঁর সহধর্মিণীসহ সদর উপজেলাতেই ১৩ জন রয়েছেন। এ ছাড়া হালুয়াঘাট, মুক্তাগাছা ও ভালুকা উপজেলায় ১ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সদর উপজেলায়। এখানে ১ হাজার ৫১ জন আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত মানুষের ৫৭ শতাংশই সদর উপজেলায়। এ ছাড়া ভালুকায় ২৩০, ঈশ্বরগঞ্জে ৭৫, ত্রিশালে ৭১, গফরগাঁও উপজেলায় ৫৪, ধোবাউড়ায়, ফুলপুরে ৫৯, মুক্তাগাছায় ৮৬ জনসহ জেলার ১৩ উপজেলার সব কটিতেই করোনার বিস্তার ঘটেছে।

সিভিল সার্জন আরও জানান, জেলায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৮৫২ জন আইসোলেশনে (বিচ্ছিন্ন অবস্থায় চিকিৎসাধীন) রয়েছেন। এ পর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্য থেকে ৯৪৬ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার প্রায় ৫২ শতাংশ। জেলায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে।