শেরপুর সদরে করোনা শনাক্তের সংখ্যা ১০০ ছাড়াল

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

শেরপুরে ব্যবসায়ীসহ দুজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে শেরপুর সদরের একজন, অন্যজনের বাড়ি নকলা উপজেলায়। এর মাধ্যমে সদর উপজেলায় করোনা শনাক্তের সংখ্যা ১০০ ছাড়াল। আর সব মিলিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ২৪৬ জনে।


গতকাল মঙ্গলবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনের বরাত দিয়ে জেলার সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ এসব তথ্য জানান।


জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওই ব্যবসায়ী বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। আর গৃহবধূ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


সিভিল সার্জন আনওয়ারুর রউফ বলেন, শেরপুরে কোভিড–১৯ রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। তিনি করোনাভাইরাসের বিস্তার রোধে মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান।


এখন পর্যন্ত শেরপুর সদরে ১০১ জন, নকলায় ৪৭ জন, নালিতাবাড়ীতে ৫৩ জন, ঝিনাইগাতীতে ২৪ জন ও শ্রীবরদী উপজেলায় ২১ জন শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে নয়জন চিকিৎসকসহ ৪৪ জন স্বাস্থ্যকর্মী আর ২৫ জন পুলিশ সদস্য আছেন। এই সময়ে সুস্থ হয়েছেন ১৭৯ জন। আর মারা গেছেন তিনজন।