বরিশালে কোভিডের উপসর্গ নিয়ে মারা গেলেন আরও তিনজন

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে কোভিড-১৯–এর উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে রাতের মধ্যে এই তিনজন মারা যান। হাসপাতালের পরিচালক মো. বাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত রোববার সকাল থেকে সোমবার সকাল সাড়ে ১০টার মধ্যে এই হাসপাতালে ছয়জন মারা গিয়েছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৮ জুন মাদারীপুরের কালকিনি উপজেলার এক ব্যক্তি (৪৫) কোভিড–১৯–এর উপসর্গ নিয়ে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। গতকাল রাত আটটার দিকে তিনি মারা যান।

গতকাল বিকেল পৌনে পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরগুনার বামনা উপজেলার এক ব্যক্তি (৬০)। তিনি উপসর্গ নিয়ে ওই দিন বেলা ১১টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন।

এর আগে গতকাল বেলা দুইটার দিকে মারা যান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এক ব্যক্তি (৬০)। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তিকে গত সোমবার বেলা একটার দিকে তাঁর স্বজনেরা হাসপাতালে ভর্তি করান।

হাসপাতালের প্রশাসন সূত্র জানায়, গত ২৮ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত এ নিয়ে এই হাসপাতালের করোনা ওয়ার্ডে ৯৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে ৩৭ জন কোভিড-১৯ রোগী ছিলেন। বাকি ৬১ জন মারা যান উপসর্গ নিয়ে।