সোনাগাজীতে পৌর কাউন্সিলর-ব্যাংক কর্মকর্তাসহ ৭ জনের করোনা শনাক্ত

ছবি রয়টার্স
ছবি রয়টার্স

ফেনীর সোনাগাজী উপজেলায় গত ২৪ ঘণ্টায় পৌরসভার কাউন্সিলর, একজন ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে সাতজন কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩৯। এর মধ্যে আটজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৯২ জন।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ আজ বুধবার দুপুরে প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

নতুন শনাক্ত সাতজনের মধ্যে সোনাগাজী পৌর শহরের একটি বেসরকারি ব্যাংকের শাখা ব্যবস্থাপক, পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলরসহ উপজেলার মতিগঞ্জ, মঙ্গলকান্দি, চরচান্দিয়া, সদর ইউনিয়নে একজন করে আক্রান্ত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ বলেন, এ পর্যন্ত উপজেলায় ৫৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি বলেন, আক্রান্ত ব্যক্তিরা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন।