চাঁদপুরে নতুন করে ৩১ জন কোভিডে আক্রান্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁদপুর জেলায় নতুন করে ৩১ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে চাঁদপুর শহরের মমিনপাড়ার আমান উল্লাহ (৭২) মারা যাওয়ার পর তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এ নিয়ে জেলায় কোভিডে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০৫। তাঁদের মধ্যে মারা গেছেন ৫৮ জন। আজ বুধবার সকালে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।

সিভিল সার্জন মো. সাখাওয়াত উল্লাহ বলেন, আজ ১৩২ জনের প্রতিবেদন এসেছে। এর মধ্যে পজিটিভ ৩১টি ও নেগেটিভ ১০১টি। আক্রান্ত ৩১ জনের মধ্যে চাঁদপুর সদরে ১৪ জন, মতলব উত্তরে ৩ জন, ফরিদগঞ্জে ৫, শাহরাস্তিতে ১ জন, হাজীগঞ্জে ১ জন, কচুয়ায় ৩ জন, হাইমচরে ২ জন ও মতলব দক্ষিণে ২ জন।

এদিকে জেলায় কোভিডে আক্রান্ত ৯০৫ জনের মধ্যে চাঁদপুর সদরে ৩৪৩ জন, হাইমচরে ৭২, মতলব উত্তরে ৬৮, মতলব দক্ষিণে ৯৮, ফরিদগঞ্জ ৮৯, হাজীগঞ্জ ৯১, কচুয়া ৪৩ ও শাহরাস্তিতে ১০১ জন।
কোভিডে মৃত ৫৮ জনের মধ্যে চাঁদপুর সদরে ১৬, ফরিদগঞ্জে ৭, হাজীগঞ্জে ১৬, শাহরাস্তিতে ৪, কচুয়ায় ৫, মতলব উত্তরে ৮ ও মতলব দক্ষিণ উপজেলায় ২ জন।