গোপালগঞ্জে স্বাস্থ্যকর্মীসহ ২১ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় একজন স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ২১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮৪ জনে। মারা গেছেন ১০ জন।

আজ বুধবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান। তিনি বলেন, নতুন শনাক্তদের মধ্যে সদরে ১১ জন, মুকসুদপুরে দুজন, কোটালীপাড়ায় একজন, কাশিয়ানীতে ৪ জন ও টুঙ্গিপাড়ায় ৩ জন আছেন। এ পর্যন্ত ৫ হাজার ২২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১৫৬ জন, কাশিয়ানীতে ১৪০ জন, গোপালগঞ্জ সদরে ১৮০ জন, টুঙ্গিপাড়ায় ১০১ জন ও কোটালীপাড়া উপজেলায় ১০৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমিতদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী আছেন ৫৯ জন।