কিশোরগঞ্জে আরও ৫৭ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

কিশোরগঞ্জে সবশেষ পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে আরও ৫৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে এ পর্যন্ত জেলার ১৩ উপজেলায় ১ হাজার ৫২০ জন আক্রান্ত হলেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯২৮ জন। মারা গেছেন ২৪ জন।

কিশোরগঞ্জের সিভিল সার্জন মো. মুজিবুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

মোট ৩৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৫৭ জনের সংক্রমণ শনাক্ত হয়। এর মধ্যে গত ২০ জুন ও ২৫ জুন ১৯৯ জনের নমুনা পরীক্ষা হয় ঢাকার মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ)। আর ২৪ থেকে ২৯ জুন পর্যন্ত ১৮৭ জনের নমুনা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে এবং ২৯ জুন আরও ৮ জনের নমুনা ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) পরীক্ষা করা হয়।

মো. মুজিবুর রহমান বলেন, নতুন শনাক্ত হওয়া ৫৭ জনের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় সর্বোচ্চ ২৩ জন, হোসেনপুরে ১ জন, করিমগঞ্জে ৬ জন, তাড়াইলে ১ জন, পাকুন্দিয়ায় ৪ জন, কটিয়াদীতে ৩ জন, কুলিয়ারচরে ৫ জন, ভৈরবে ৮ জন, নিকলীতে ১ জন, বাজিতপুরে ৩ জন, ইটনায় ১ জন ও মিঠামইন উপজেলায় ১ জন রয়েছেন।