ফরিদপুরে জ্বর, সর্দি-কাশি নিয়ে দুজনের মৃত্যু

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

ফরিদপুরের জ্বর, সর্দি, কাশিসহ কোভিড-১৯-এর উপসর্গ নিয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে ফরিদপুরে করোনার জন্য নির্ধারিত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন হলেন ফরিদপুরের সদরপুর উপজেলার (৫২)। তিনি জ্বর, সর্দিসহ করোনাভাইরাসজনিত উপসর্গ নিয়ে গত মঙ্গলবার এ হাসপাতালে ভর্তি হন। গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে মারা যান। ওই হাসপাতালে জ্বর, সর্দি, কাশিসহ করোনাভাইরাসজনিত বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতেই মারা গেছেন ফরিদপুর শহরের ৯৪ বছরের এক বৃদ্ধ। তিনিও গত মঙ্গলবার ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান জানান, মৃত্যুর পর ওই দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজে পিসিআর ল্যাবে পরীক্ষার পর জানা যাবে ওই দুই ব্যক্তির মৃত্যু করোনাভাইরাসজনিত কারণে ছিল কি না।