রাজশাহীতে ১০ পুলিশ সদস্যসহ এক দিনে সর্বাধিক ১০৬ জনের কোভিড শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি
করোনাভাইরাস। প্রতীকী ছবি

রাজশাহী জেলায় কোভিড-১৯ শনাক্তের সংখ্যা প্রতিদিনই রেকর্ড গড়ছে। গতকাল রাজশাহী জেলায় সর্বাধিক কোভিড শনাক্ত হয়েছিল ৬৯ জনের। এবার আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এক লাফে সর্বাধিক ১০৬ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

‘হটস্পট’ হয়ে ওঠা রাজশাহী সিটি করপোরেশনে এক দিনে আক্রান্ত হয়েছেন সর্বাধিক ৮৫ জন। এর মধ্যে পুলিশ, কারাগারের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মীসহ নানা পেশার মানুষ রয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী জেলা সিভিল সার্জন মোহা. এনামুল হক এ তথ্য জানান।

সিভিল সার্জন জানান, রাজশাহীর দুটি ল্যাবে গতকাল বুধবার রাতে ৯০ জনের কোভিড শনাক্ত হয়েছে। রাজশাহী থেকে ঢাকায় পাঠানো নমুনায় আরও ১৬ জন করোনায় সংক্রমিত হন। সব মিলিয়ে এক দিনে রাজশাহীর সর্বাধিক ১০৬ জনের কোভিড শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশনে এক দিনে সর্বাধিক ৮৫ জন নতুন শনাক্ত হয়েছেন। আক্রান্ত লোকজনের মধ্যে পুলিশ, রাজশাহী কারাগারের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী রয়েছেন। নতুন ১০৬ জন নিয়ে রাজশাহী জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৭৮৫ জন। এর মধ্যে শুধু রাজশাহী নগরে আক্রান্ত হয়েছেন ৫৪০ জন।

সিভিল সার্জন আরও জানান, রাজশাহী জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৯ জন। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের ৫ জন। আর এ পর্যন্ত সিটি করপোরেশন ও জেলা মিলিয়ে মোট সুস্থ হয়েছেন ১১৪ জন।